তাকওয়া মডেল মাদরাসার বিভিন্ন ক‌্যাম্পাসে যথাযত মর্জাদায় জুলাই গণ অভ‌্যুথান দিবসের আরোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। | হিফজুল কোরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা পাঠদান ও আবাসিক ব্যবস্থা।

 

|

Services



আমাদের সেবাসমূহ

🔹 আধুনিক, নিরাপদ ও উন্নতমানের হোস্টেল ব্যবস্থাপনা।

🔹 আবাসিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেনু অনুযায়ী দৈনিক তিনবেলা স্বাস্থ্যসম্মত বিশেষ খাবার ও চরবার উন্নতমানের টিফিন পরিবেশন।

🔹 অনাবাসিক শিক্ষার্থীদের জন্য দৈনিক দুইবেলা খাবার ও তিনবেলা টিফিন পরিবেশন।

🔹 বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সাপ্তাহিক স্বাস্থ্যপরিচর্যা।

🔹 প্রতি বছর ঐতিহাসিক স্থাপনাসহ শিক্ষাসফর।

🔹 সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।

🔹 মনোরম ও নিরিবিলি পরিবেশ।

🔹 মনোনয়নযোগ্য শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ।

🔹 অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন।

🔹 প্রবীণ ও চঞ্চলপ্রবণ অভিভাবকদের সন্তুষ্টির জন্য বিশেষ ব্যবস্থা।

🔹 জামা-কাপড় ধোয়ার ও শীতকালে গরম পানি দ্বারা গোসলের ব্যবস্থা।

🔹 শিক্ষার্থীদের সেবার জন্য সার্বক্ষণিক সেবকের ব্যবস্থা।

🔹  সার্বক্ষণিক প্রতিটি ফ্লোর সিসি ক্যামারা দ্বারা মনিটরের ব্যবস্থা

Our Branches