হিফজ
হিফজের সময়কাল শিক্ষার্থী মেধার উপর নির্ভরশীল:
১ম স্তর: হিফজের প্রস্তুতি (১–২ বছর)
ক. নূরানী (১ম), আতমাখালী (২য়), নাজেরা
২য় স্তর: হিফজ সম্পন্ন করা (৩ বছর)
১ম বছর: ৮–১০ পারা
২য় বছর: ১০–১২ পারা
৩য় বছর: ১০–১২ পারা
৩য় স্তর: দাওর (১–২ বছর)
সিলেবাসের সময়কাল শিক্ষার্থী মেধা, নিয়মানুবর্তিতা ও একাগ্রতার উপর নির্ভরশীল।
জেনারেল
ক. নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মাদরাসা শিক্ষা বোর্ডের মৌলিক ৪টি বিষয় যেমন— বাংলা, ইংরেজি, গণিত ও আরবি শ্রেণিভিত্তিক পাঠদান করা হয়।
বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা দ্বারা ক্লাসগুলো পরিচালিত হয় এবং ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয়।
৮ম শ্রেণিতে মাদরাসা শিক্ষা বোর্ডের সকল বিষয় পাঠদান করা হয় এবং প্রতিষ্ঠাননির্ধারিত ফরমে বোর্ড পরীক্ষার অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হয়।