বরং এটি কুরআনের সুস্পষ্ট আয়াত, যা জ্ঞানীদের অন্তরে সংরক্ষিত। (সূরা আল-আনকাবুত : ৪৯)
এই শিক্ষা প্রতিষ্ঠানে একাধারে আল কুরআন হিফজের পাশাপাশি মাদরাসা বোর্ডের পাঠ্যক্রম অনুসারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা গৃহীত হয়েছে। যাতে করে আমাদের সন্তানরা উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না পড়ে। এ সমন্বিত উদ্যোগ থাকায় কাঙ্খিত হিফজ শেষ করেও একজন ছাত্র শিক্ষাবোর্ডের ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণি থেকে নির্ধারিত লেখাপড়া চালিয়ে যেতে পারে। প্রতিটি হিফজ ব্যবস্থায় যুগের চাহিদা পূরণ না হওয়ায় এই নবতর ধারা গ্রহণ একটিই অনবদ্য বিষয় হয়ে উঠেছে। এক কথায়, আধুনিক কারিকুলামসহ শিক্ষার আন্তর্জাতিক মান সংরক্ষণ করাই আমাদের অন্যতম প্রতিশ্রুতি।