তাকওয়া মডেল মাদরাসার বিভিন্ন ক‌্যাম্পাসে যথাযত মর্জাদায় জুলাই গণ অভ‌্যুথান দিবসের আরোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। | হিফজুল কোরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা পাঠদান ও আবাসিক ব্যবস্থা।

 

|

Who We Are?



Who we are?

সুশিক্ষিত দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রবাদ আছে— “যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।” শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি ও অগ্রগতি অসম্ভব।

এই শিক্ষা প্রতিষ্ঠানে একাধারে আল কুরআন হিফজের পাশাপাশি মাদরাসা বোর্ডের পাঠ্যক্রম অনুসারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা গৃহীত হয়েছে। যাতে করে আমাদের সন্তানরা উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না পড়ে। এ সমন্বিত উদ্যোগ থাকায় কাঙ্খিত হিফজ শেষ করেও একজন ছাত্র শিক্ষাবোর্ডের ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণি থেকে নির্ধারিত লেখাপড়া চালিয়ে যেতে পারে। প্রতিটি হিফজ ব্যবস্থায় যুগের চাহিদা পূরণ না হওয়ায় এই নবতর ধারা গ্রহণ একটিই অনবদ্য বিষয় হয়ে উঠেছে। এক কথায়, আধুনিক কারিকুলামসহ শিক্ষার আন্তর্জাতিক মান সংরক্ষণ করাই আমাদের অন্যতম প্রতিশ্রুতি।


মূলত আল কুরআন হিফজের মাধ্যমে শিক্ষার্থীর মেধাবিকাশ শান্তিপূর্ণ হয়। যা আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তদ্ব্যপির, অনেক মা-বাবার তাদের সন্তানদের স্কুল-কলেজের আধুনিক শিক্ষা পাশাপাশি আল কুরআনের সম্পূর্ণ হেফজ মুসলিমপ্রাণ মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে। কিন্তু আমাদের দেশে সে রকম কোনো উপযুক্ত ব্যবস্থা নেই বললেই চলে। এই বিষয় চিন্তা করেই তাকওয়া মডেল মাদরাসা নিয়মিত হিফজ (প্রাথমিক ছাড়াও পাঠানই হিফজ ও সহীহ কুরআন তালিম) প্রোগ্রাম হাতে নিয়েছে। এমবিও স্কুল-কলেজের শিক্ষাব্যবস্থা ও বহুবিধ শিক্ষা বিষয়ক কুরআনিক বিশ্লেষণ আয়োজন করেছে।


নৈতিক ও সামাজিক মূল্যবোধের এক দুর্দান্ত সচেতন অভিভাবক হিসেবে আপনার সন্তানদের আমানত আমাদের ওপর ন্যস্ত করলে আমরা পূর্ণ আন্তরিকতা নিয়ে পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। আল্লাহর সন্তুষ্টি ও পারলৌকিক মুক্তির আকাঙ্ক্ষায় আপনি একটি সন্তানকে সহীহভাবে হাফিজ বানানোর সিদ্ধান্ত নিন। আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাকওয়ার পক্ষ হতে সর্বান্তকরণে সহায়তা হাওয়ার সুস্পষ্ট দিন। আমরা আল কুরআনের আলোয় উদ্ভাসিত প্রজন্ম গড়ার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার ইনশাআল্লাহ।


আল্লাহ তাআলা-আমাদের সকল কার্যক্রম কবুল করুন। আমীন।

Our Branches