বার্ষিক ছুটি:
ঈদ-উল-ফিতর: ১০ দিন
ঈদ-উল-আযহা: ১০ দিন
১ম সেমিস্টার পরীক্ষার পরবর্তী অবকাশ: ৭ দিন
২য় সেমিস্টার পরীক্ষার পরবর্তী অবকাশ: ৭ দিন
মাসিক ছুটি:
প্রতিমাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে জুমাবারকে কেন্দ্র করে জুমাবারসহ তিন দিনের ছুটি
🔸 কোনো প্রকার বার্ষিক ছুটির সাথে মাসিক ছুটি দেয়া যাবে না।
নবাগতদের জন্য ছুটি:
🔸 নবাগত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম তিনমাস বৃহস্পতিবার এশার নামাযের পর থেকে জুমা’র আসর পর্যন্ত অনুমতি সাপেক্ষে ছুটি ভোগ করতে পারবে।
🔸 এক্ষেত্রে মাদ্রাসার নিয়ম অনুযায়ী অভিভাবক নির্ধারিত ফরম পূরণ করে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে।
জরুরি ছুটি:
🔸 শিক্ষার্থীর জরুরি প্রয়োজনে তার অভিভাবকের লিখিত আবেদননামার মাধ্যমে কর্তৃপক্ষের সম্মতিক্রমে ছুটি নিতে পারবেন। তবে মনে রাখতে হবে, ছুটি/অনুপস্থিতি শিক্ষার্থীর অগ্রগতির অন্তরায়।
অনুপস্থিতির ছুটি:
🔸 কোনো কারণে পূর্ব অনুমতি ব্যতীত কোনো শিক্ষার্থী মাদ্রাসায় অনুপস্থিত থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনপত্রের মাধ্যমে অনুপস্থিতির ছুটি স্বীকৃত করতে হবে।