তাকওয়া মডেল মাদরাসার বিভিন্ন ক‌্যাম্পাসে যথাযত মর্জাদায় জুলাই গণ অভ‌্যুথান দিবসের আরোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। | হিফজুল কোরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা পাঠদান ও আবাসিক ব্যবস্থা।

 

|

আবাসিক অনাবাসিক সাক্ষাৎ ও সূচি



আবাসিক অনাবাসিক সাক্ষাৎ ও সূচি

আবাসিক সাক্ষাৎ ও সূচি

🔹 প্রতি জুন ও ডিসেম্বর সকল শনিবার সকাল ১০টা থেকে মাগরিবের পূর্বপর্যন্ত শিক্ষার্থীর সাথে দেখা করা যাবে।

🔹 সাময়িকভাবে নির্ধারিত অভিভাবক তার নিজ নাম, পরিচয়, আইডি নং ও শিক্ষার্থীর সাথে সম্পর্ক উল্লেখ করে ধর্মে উজ্জ্বল করতে হবে।

🔹 রাতে সাক্ষাৎ প্রদান বা শারীরিক পদ্ধতিতে ছাত্রদের সাথে সাক্ষাৎ করা যাবে না।

🔹 কোনো ছাত্রকে জুতোহীন ব্যক্তি ছাড়া হোস্টেল, বাসায় নেয়া বা রাত্রি করতে পারবে না।

🔹 কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছাত্রের সাথে সাক্ষাৎ করতে আসবেন না।

🔹 অভিভাবক চাইলে পূর্বানুমতি সাপেক্ষে ছাত্রকে আবাসিক রুমে দেখা করতে পারবেন না।

🔹 অন্য ছাত্রের সাথে দেখা করতে পারবেন না।

🔹 মন খারাপ ছাত্রকে নিরাশ করতে যাওয়া ও কোনো কথা শিক্ষার্থী পড়াশোনায় ক্ষতিকর।


অনাবাসিক নিয়মাবলী

অভিভাবকগণ সময়মত মাদরাসায় শিক্ষার্থীদের যাওয়া-আসা নিশ্চিত করবেন।


শিক্ষার্থীকে মাদরাসা কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।


মাদরাসা বন্ধকালীন সময়ে অভিভাবক নিজ দায়িত্বে বাসায় পড়াশোনার ব্যবস্থা করবেন।


কোনো কারণে অনুপস্থিত হলে কর্তৃপক্ষকে অবহিত করবেন।


কোনো কারণবশত অনুপস্থিত থাকলে লিখিতভাবে আবেদন করতে হবে।


বাসায় শিক্ষার্থীদের জন্য ইসলামিক পরিবেশের ব্যবস্থা করবেন।


শিক্ষার্থীকে বাসা থেকে মাদরাসায় আনা-নেয়ার ব্যবস্থা অভিভাবক করবেন।


অভিভাবক সমাবেশে হাজির থাকবেন ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।

Our Branches